তোমার জন্য বিলায় জীবন, প্রতি শ্বাসে তোমার নাম!
অন্তপুরী পূর্ণ তোমায়: এই দেহ-মন, তোমার ধাম।

গল্প করি তোমার সাথে, মনে মনে যোগাযোগ!
তোমায় নিজের করে পেতে এমনই আমার ধরেছে রোগ।

ভালো থাকার পথ ধরেছি, তোমায় করেছি প্রবৃত্তি!
তুমি আমার পথের সঙ্গী, তুমি পাপের নিবৃত্তি।

তোমার ধ্যানে মগ্ন এ মন, চিত্ত তোমায় সঁপেছি।
মত্ত হয়ে কীর্তনে তোমার পাগল হয়ে নেচেছি।

তুমি গুরু, তুমি সব। তোমার খোঁজে এয়েছি মনে।
দিনরাত্রি বিভোর হয়ে থাকতে চাই তোমার সনে।

তোমার রঙে রাঙবে হৃদয়, তোমার বলায় বাচন!
তোমার চলার পথে হাঁটি, মরণ হোক বা বাঁচন।

উত্তম তুমি, মধ্যম তুমি, অধমেও তোমার স্থিতি!
তোমার প্রতি আমার প্রেম, রাখুক সদা তোমায় মতি।