আজকে কিছু লিখিনি আর,
শুধু ভেবেছি তাঁকে নিয়ে...
ফুরফুরে আমার এ মন
হয়েছে যখন তাঁকে দিয়ে!

লিখেছি অনেক কিছু আমি,
শুধু ভুল হয়েছে এটা প্রভু!
প্রেমের কাব্য লিখি বটে,
লিখিনি তোমায় নিয়ে কভু।

তুমি গোবিন্দ প্রেমের ঠাকুর,
দীন দয়াল হে কৃপাসিন্ধু।
তুমি বিশ্বপিতা দয়াল...
তুমি ব্রহ্মাণ্ড, তুমি বিন্দু।

তোমায় নিয়ে লিখবো কী যে...
সবাই লিখেছে কত কিছু!
তোমার জন্য দেবো এ জীবন,
নেবো আমি তোমারই পিছু।