চলে গিয়েছি সত্যি, কিন্তু ছাড়িনি মনের টান আজও...
শেকড় ছেড়ে কি বাঁচতে পারে শেকড়বিহীন গাছও?
দুটো দিন কাটলে পরেই টান দেয় এই শরীরে...
তোদের ছেড়ে কি বাঁচতে পারি এই ভব সংসারে?

মনের টানে আসছি কাছে, বারে বারে ভালোবাসায়;
ভালবাসার এমন টান, দূর হলে বড্ড শাসায়।
চুম্বকের মত আসছি ফিরে, দূরত্ব রাখতে পারছি না!
দিনের শেষে ছেড়ে গেলেও, আদতে আমরা ছাড়ছি না।

বইয়ের গন্ধে মজে উঠি, বুঝতে পারি তাদের যন্ত্রণা!
গ্রন্থ ঘেরা গ্রন্থাগারিক, তবু আমরা হলাম গ্রন্থণা।
ছেড়ে গিয়েও সঙ্গে আছি,  সঙ্গে থাকবো জীবনভর!
গ্রন্থ নিয়েই কাজ আমাদের, কী রাত কী বা ভোর!

বই ছেড়ে সবাই মজছে দেখো ডিজিটালের দুনিয়ায়!
লাইব্রেরি তে বইগুলো তাই কাঁদছে বেশ যন্ত্রণায়!
বদ্ধ ঘরে আমরা শুধু শুনছি তাদের কান্নাগুলো...
কেমন করে দূর করা যায় তাদের উপর পড়া ধুলো!
রুমাল দিয়ে খুব বড়োজোর দু একবার পারা যায়!
বইয়ের কান্না শুনছি রোজ, বইগুলো কি ছাড়া যায়?

বইয়ের কান্নায় কাঁদছি বেশ! বই ছাড়া মন মজছে না!
বইয়ের প্রতি টান খানা তো তোদের ছাড়া মন বুঝছে না।
ছেড়ে গিয়েছি ঠিকই তোদের, তবু মনের থেকে ঝাড়ছি না।
গ্রন্থ না হলেও রে ভাই, তোদের ছাড়া পারছি না।
ভালোবাসায় জড়িয়ে আছি, অন্য কোনও মন্ত্র না।
গ্রন্থ দিয়ে গ্রন্থাগারিক, তবু আমরা গ্রন্থণা।।


(আমার গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের বন্ধুদের জন্য উৎসর্গ করলাম আমার কবিতা গ্রন্থণা।)