উত্তাল হবে পাহাড়তলী, মন্থিত হবে বাতাস...
উৎপীড়ন করে মেদিনী, চাইছো যা, কি পাবে?
পথের পর চলবে পথ, সাত-সাতাশি-সাতাশ-
কতদিন আর নেটাগরিক একই খবর খাবে?

মেলায় যেমন জিলিপি মেলে, মিলবে তেমন হেলা!
ওরা ছুঁড়বে জলের গোলা, তোমরা ইটের ঢেলা।
আহত হবে দুই পক্ষই। মিলবে না কিছুই আদৌ!
কয়েকজনের অভিপ্রায়ে উঠবে রব, “কাঁদো, কাঁদো।”

সকাল বিকেল খবর হবে, বারুণিতে ধুঁয়ে যাবে।
যে পথে হাঁটছো তুমি, গন্তব্যে কি ঠিক পৌঁছাবে?

জানি পথ বদল হবে। সামনের মোড়ে ইউটার্ন!
গোলচকে মিলবে পথ, নর্থ-সাউথ-ইস্ট-ওয়েস্টার্ন!
মিলবে না তবু গন্তব্য, চোখে চশমা আকর্ষিত!
আবছা দেখি চারিদিক, দেখি শুধু যা কিছু চর্চিত।