এ এক জ্বালাতন বটে, সুপ্রভাত আর শুভরাত্রি বলা।
এমনভাবে আবদ্ধ হলে একসাথে কি যায় পথচলা?
না হয় সকাল বেলা দুকাপ চা এ দুজন দেবো চুমুক;
তা না করে দশটা অবধি বিছানায় পড়ে ঘুমু?
এ কেমন জীবনধারা? লজ্জা শরম তো নাই...
বেকার জীবনে “রাজার হালে, ঘুমটা আমার চাই!”
আজকাল ওই ঘুমের জন্য আছি বেদম ব্যস্ত!
ঘুমের প্রতি দিনটা আমার পুরো করেছি ন্যস্ত।
রাত্রের বেলা কী যে হয়, খুটুক খাটুক ফোনে...
ঘুমের কথা ভুলেই যাই, আসেনা সে স্বপনে।
কেজানে কোন চুলোয় গিয়ে ঘুম হয়েছে গত...
রাত্রি বেলা জেগে থাকি আমি পেঁচার মত।
দিনের বেলা,
কোথা থেকে ঘুম উড়ে এসে জুড়ে বসে!
দিনের বেলা আমি পুরো যাই ঘুমের বশে।