কেন বারবার ফিরে আসো, মনে হানো আঘাত!
কেন স্বপ্ন দেখাও বারেবার, কেন জাগাও রাত।
কেন ভালবাসা জাগাও মনে, কেন বাড়াও ক্লেশ...
আমি হারাতে চাই স্মৃতি সব, যত তোমার রেশ।
আমি ভুলে যেতে চাই তোমায়, ভুলতে চাই প্রেম।
মন থেকে মুছে দি তোমার ছবি, ভেঙে দি ফ্রেম।
আমি বেশ ভালো আছি। খোঁজ নিও না আর...
ভেঙে পড়বে নয় তো তাসের ঘর, হৃদয় আবার।
ক্লান্ত জলের মতো নদীর ভাটার টানে বয়ে যাই...
অথৈ স্মৃতির গভীরে শুধু তোমাকেই হাতে পাই।
জানো সেসব তুমি, তবুও বারবার আসো ফিরে...
কী চাও? আগুন লেগে যাক আর্দ্র হৃদয় নীরে!
আমি চাই, তুমি এসো না। ফিরে যাও নিজের বাসায়।
আমি এই বেশ ভালো আছি, বেঁচে আছি তোমার আশায়।