জানো?
যখন ঘুমোতে যাই,
তখন সঙ্গী হয় কয়েকজন।
একটা নিজের আমি,
একটা ভালবাসার তুমি,
একটা সিগারেটের শেষ টান,
স্বপ্নে ভরা ক্লান্ত চোখ দুটি,
আমাকে নিয়ে তোমার স্বপ্ন,
তোমার আমার স্মৃতিপট,
কিছু কবিতা,
আর আমার না হওয়া কিছু আমার জিনিস।

যখন কবিতা লিখি,
তখন সঙ্গী হয়...
কিছু শব্দ,
একটা স্বপ্ন,
ক্লান্ত চোখ,
ক্লান্ত কলম,
শ্রান্ত কবিতার ছন্দ,
একটা ভালবাসার তুমি,
আর একান্তই নিজের আমি টা।

যখন জীবনের ঐশ্বরিক কিছু চাওয়ার থাকে,
সব না পাওয়া চাওয়ার জায়গায়
চেয়ে বসি শুধু কয়েকটা জিনিস...
আমাকে নিয়ে তোমার স্বপ্ন,
তোমার আমার স্মৃতিপট,
কিছু কবিতা,
কিছু শব্দ,
একটা স্বপ্ন,
শ্রান্ত কবিতার ছন্দ,
একটা ভালবাসার তুমি,
আর একান্তই নিজের আমি টা।

তবে সবজায়গায় দুটো জিনিস কমন হয়ে থাকে।
একটা ভালবাসার তুমি,
আরেকটা তোমাকে না পাওয়া...
একান্ত নিজের আমি।
ইতি
তোমার না হওয়া আমি।