একটা মশা।
আমাদের সাথে বন্ধুত্ব করে নিয়েছে।
আমাদের বলতে,
আমার আর আমার রুম মেট।
বেশ আসে মশা টা...
ঠিক সন্ধ্যার পর আমাদের রুমে।
সারাদিন কোথায় থাকে জানি না,
কিন্তু দিন শেষে বাড়ি ফিরে আসে।
এখন আমাদের রুমে আমরা তিনজন।
আমি লিখি, একজন শুনে...
আর সুর দিয়ে গাওয়ার জন্য ওই মশা!

বেশ প্রতিদিন রাত্রের বেলা,
আসবে;
পাশে বসবে;
গান শোনাবে;
আবার ঠিক চলে যাবে।
আমাদের বন্ধুত্ব বেশ ভালো হয়ে গেছে।
এখন আমাদের রুমে আমরা তিনজন।
আমি লিখি, একজন শুনে...
আর সুর দিয়ে গাওয়ার জন্য ওই মশা!