কিছু গান একলা একা সময়ের তোড়ে আসে।
তোরণ তার খোলা-ই আছে বাধা নেই কোনো।
একলা একা দিনের শেষে গানের সুরে ভাসে...
উদ্দীপনা শান্ত করে মনের সে গান শোনো।
একলা একা দিনের শেষে একা একাই বাঁচো।
মনের ক্ষুধা মনের তরে আপনা আপনি মেটাও।
সাধের বশে স্বাদখানা তোর করলে চুরি চোর...
সময়ক্রমটা উল্লাসের বিস্তরে গিয়ে লেটাও।
ভয়ের চোটে সমাজ থেকে গুটিয়ে যেওনা যেন...
মিশতে থাকো আনন্দতে, তবুও একলা বাঁচো।
মিশকালো একলা থাকার অভ্যাস গড়ে কেমন
বুঝবে তুমি আপন ভোলা একলা থাকা খোর।
একলা দিনে একলা থেকে গুমড়ে নেই লাভ।
একলা মনের খোঁজে থাকা সত্যিই কি চাপ?