বৃত্ত আমার দিনের দিন ছোট্ট হচ্ছে আরো...
তোমরা কেমনে বন্ধু ছাড়া এত ভালো থাকতে পারো?
কেমন করে চুপ করে যাও, বলো না কথা কারোর সাথে,
কেমন করে আবেগ লুকাও, একলা থাকা অমার রাতে?
প্রেম টা তো করতে নারো, প্রেমের কথা ও বলতে নারো;
কেমন করে প্রেম ছাড়া এ জীবনে বাঁচতে পারো?
বিচ্ছেদের গল্প লেখো, গল্প করো একাকীত্বের;
অভিমান করো বেঁচে থাকার, অপেক্ষা করো শেষকৃত্যের?
আমিও তা পারি না কেন? কেমন করে অমন হয়?
তোমাদের কাছে শিখতে হবে একলা কীভাবে থাকতে হয়!
একলা থাকা কষ্ট ভীষণ, বন্ধ হয়ে আসে দম...
তবুও তোমরা পছন্দ করো একলা থাকা হরদম।
দিনের দিন পরিধিটা গুটিয়ে আনো নিজের কাছে,
একলা থাকতে আনন্দ পাও একলা থাকার খোলনলচে।
একটা বিন্দুই বৃত্ত তোমাদের, ক্ষেত্রফল ও শুন্য।
একলা থাকার অনুভূতি তোমাদের কাছে অনন্য।