নিজেকে আর চিনলাম কই? নিজেই আছি ধন্দে!
কেউ আমায় কী চিনবে? খুঁজবে ভালো মন্দে?
সবাই আছে নিজের মতো, নিজের মধ্যেই ব্যস্ত!
এই বেশ ভালো আছি, একলা থাকা! বেশ তো।
মনের কথা বলবো কাকে? নেই কেউই চেনা...
ধর বাড়ছে মনের গহীনে, মনের বেড়েছে দেনা।
চেনা আমায়? বড্ড কঠিন; কঠিনে আর কেউ কই?
এই বেশ ভালো আছি, এভাবেই আমি ভালো রই।
ভালো থাকার অজুহাত আছে, অচেনা এ জগতে...
অচেনা হয়েই থাকতে চাই, এই শ্রেয় আমার মতে।
ভালো মন্দ নিজেই দেখি, নিজের মধ্যেই বন্দী।
এভাবেই থাকার জিগির খুঁজি, এটাই আমার ফন্দি।
নিজের কথা নিজেই বলি, শুনেন অন্তর্যামী!
অন্তরে যে মারলো না ঢু, সে তো শুধুই আমি।
হা হা, হাসছি আমি, কাঁদছিও আপন মনেই...
নিজের মধ্যেই থেকে যাওয়া, বুঝে নি আপনেই।
চিনে না কেউ আমায়, আমিও চিনি না আমাকে...
এই বেশ ভালো আছি, নিজেকে না জানার ফাঁকে।