বহু চেষ্টা করেছি তাকে ভুলে যাওয়ার।
চেষ্টা করেছি তাকে দূরে সরানোর।
কিন্তু যেই না সেই অমায়িক মুখ আমি দেখি
কেমন যেন ভালো লাগা দেখি বাধা হয়ে দাঁড়ানো।
আমি অবাক দৃষ্টিতে চেয়ে থাকি তার পানে।
দেখতে পাই শুধুই চোখের চাহনি।
না জানি কেন এমন অবাক করা তার প্রকাশ।
আমি যেন তাকে কাছে চেয়েও কাছে চাইনি।
বহু ক্রোশের সফর করে এসেছি এই গন্তব্যে।
না জানি কেন এই সফরের জন্য বেরিয়েছি!
হঠাৎ করে সফরে বেরিয়ে পড়া হয়তো অভ্যেস...
গন্তব্যের উল্টো পথে হাঁটা তারই অভিসন্ধি।
না হোক, আমি গন্তব্যে উল্টো পথেই পৌঁছে গেলাম!
যতটা দূরত্ব পেরিয়ে এলাম, কী তার অভিজ্ঞতা?
এত ভাবি তবু কিছুই খুঁজে পাইনা আমি আজ...
এখানেও সেই অবাক করা মুখেরই ফান্ডা।
আমি ঝান্ডা ধরে মিছিলে হাঁটতে পারি।
আমি মদমত্ত রূপে নাচতে পারি ঢের!
শুধু তার দিকে চাই যখন এই দুই চোখ দিয়ে...
আমি স্থির হয়ে যাই এক অবান্তরে।
বহু চেষ্টা করেও আর শেষ রক্ষা হলো না।
আমি সমর্পণ করলাম নিজেকে তার বন্ধনে!
দূরে যাওয়ার চেষ্টা বিফল হয়ে পড়ল যেই...
আমি হয়তো থেমে গেলাম তার কারণের সন্ধানে।