দুই টা দিনের ব্যাপার
তারপর সব ভুলে যাওয়ায় হবে
কে কাকে চিনি, আর পরিচয় কীভাবে!

ফেসবুকেতে আলাপ!
তারপর হোয়াটসঅ্যাপ এ কত কথা!
দিন রাত পার হয়ে যেত, শেষ হতো না তা।
সে আর আমি, কেবল পরিচিত থেকে এগিয়ে
ভালো বন্ধু হলাম। হলাম আরো কত কী যে।
তারপর, হঠাৎ করেই বন্ধ কথা
আর কোনো রেসপন্স নেই।
না এপাশ থেকে এগিয়ে যাই, না কথা ভেসে আসে ওপাশ থেকে।


ফেইসবুকে তখনও তাকে চিনি না।
স্কুলের বন্ধু ও নয়।
হঠাৎ করেই টিউশনিতে আলাপ,
আর এভাবেই পরিচয়।

কথা হয়। দেখা হয় প্রায় প্রতিদিন।
সে আর আমি পাশাপাশি বসি,
ভালো লাগা, না লাগার কথা বলি।
কিন্তু এও সেই দুদিন।

দু দিনের পরিচয়।
মেলায় দেখা হয় প্রথম।
বই কিনতে গিয়ে বইমেলায়
জুটে ঠিকই যায় এরকম।
তারপর একটু আলাপ জমে, একটু বাড়ে কথা।
কী যে আসক্তি আসে, এখানে বলা যায় না তা।
এভাবেই চলে। চলতে থাকে নিত্যদিন।
কিন্তু এর মেয়াদ সেই বাকি সব যেমন দুদিন।

আবার সেই দুদিনের আলাপ।
রবীন্দ্র সরোবর আর প্রিন্সেপ ঘাট।
ভিক্টোরিয়া আর ময়দান ঘোরা।
ঘোরা হয় ইকো পার্ক।
প্রথমে নম্বর, তারপর সময়, অতঃপর মন দেয়া নেয়া।
তারপর?
আবার একইরকম।
সময়াভাব।
আর আবার বাকি দুদিনের মত সব শেষ।

দুদিন।
দুটো দিনে অনেক কিছু হতে পারে।
দুদিনের আলাপে প্রেম। আবার দুদিনের পরিচয়ে বিয়ে।

তবু ওই দুদিনের গুরুত্ব নেই।
দুদিনের পরিচয়ে বন্ধুত্ব যেমন বিশ্বাসী হয়না
তেমন সেই পরিচয় জীবনভর টিকবে না, এটাও হয়না।
দুটো দিনের অনেক কিছুই ভ্যালিড হতে পারে জীবনে!
তাই দুটো মুহূর্তের জন্য দুটো দিন কে ভুলে যাবেন না।