ধর্ম থেকে শিক্ষা যদি আগে টানত মানুষ...
ধর্মান্ধতা যেতো উড়ে, যেমন উড়ে ফানুস।
বিজ্ঞান দিয়ে তৈরি হয় যত ধর্মের পঙক্তি...
বিকৃত সব বার্তা দিয়ে অ-ধর্ম করে কটূক্তি।
যুক্তি-তক্কের ধার ধারেনা, অন্ধ হয়ে ধর্ম মানে–
হম্বি-চম্বি যতই করুক, তারা ধর্ম কমই জানে।
তোমার ধর্ম সত্যি সেরা, যদি গূঢ় অর্থ বোঝো...
ধর্ম মানেই শিক্ষা আছে, পাথেয় পাবে যদি খোঁজো।
কিন্তু কানার মত মানছো তুমি, কী আশা করো তবে?
"ধর্ম তোমার সাথে দেবে, মোক্ষ-র দ্বারে পৌঁছাবে যবে!"
ধর্ম মানে গোঁড়ামি নয়। শিক্ষা ধর্ম সমানুপাতিক।
তোমরা যাকে ধর্ম বলো, গদাই বলে মতের বাতিক।
প্রতিটা মতই পথ বলে দেয়, কেমন করে শিক্ষা পায়...
তোমরা শিক্ষার দিকে পিছন ফিরে ধাইছো শুধু অশিক্ষায়।
আলোর দিকে পিছন ফিরে, অন্ধকার বলে হাঁক পাড়ো!
ধর্ম থেকে শিক্ষা ছেড়ে, অন্ধ শ্লোগানে ডাক ছাড়ো!
এমন করে চললে দেশে, দেশটা দ্বেষে ভরে যাবে...
দ্বেষের জন্য ধর্মটাকে নিশ্চিত জেনো ভুলে যাবে...
~ তিমির কান্তি ভদ্র