চোদ্দ তোলা আলোয় মোড়া, রংবেরং জ্বলছে টুনি!
আমার বাড়ির দীপ নেভানো, তেল নেই এই টুকুনি।
দীপাবলির চোদ্দ প্রদীপ জ্বলবে না আমার ঘরে...
ঘর তো নেই আমার এখন, চাল উড়েছে ঘূর্ণিঝড়ে।
দূরে তাকায়, উড়ছে ফানুস, পুড়ছে কত রঙের বাজি!
পেটের দায়ে ভিক্ষা ছেড়ে ফেরি হকার সং সাজি।
চোখের তলায় কালি নিয়ে পুতুর মা ও রাত জাগে...
কে জানে কোন খাদকে খাবার ভেবে ভাগ বসাবে!
জল্লাদের হল্লা শুনো। দীর্ঘ দিন আজ হোক না পার...
নিঃশব্দে কিছু হায়না আসে, তাদের হাতে নেই ছাড়।
রক্তচোষা ভ্যাম্পায়ারও চতুর্দশী পালন করে...
তাদের কাছে খুশির দিন, আনন্দে আকাশে ওড়ে।
সহজ সরল জীবন ছিল, জটিল হলো বর্তমান!
প্রতিদিনের রুজির মাঝে আমরা কলা মর্ত্তমান।
দীপাবলির প্রদীপ শিখায় পুড়িয়ে সব দেবো বলি!
দুঃখ সব মিটে যাক। শুভ হোক তবে দীপাবলি।