নিশানায় আমার গাল, ইচ্ছে তার চুমু...
থ হয়ে গেছি আমি, এবার কী কমু?
রিস্ক বড় লাগছে বুকে, ধুকপুকানি হাই!
ইচ্ছে করে গাল টা নিয়ে তার কাছে যাই।
তার চোখের নেশায় পড়ে ঘোর লাগে খুব,
চোখ মুদেছি তাই তো, হতে চাইনা বেকুব।
আলতো করে ঠোঁটের ছোঁয়া লাগে যেই গালে...
তিরিক করে দুটি চোখ উঠলো যে কপালে!
আদর করে ভরিয়ে দিতে আমার মন প্রাণ...
চুমুই চুমুই করিয়ে দিল আমাকে সে স্নান।
বিরিয়ানির ঘি এর মত প্রেমে জরুরি চুমু...
সে যদি দিতে চায়, আমি কী আর কমু!
স্বর্গসুখ জুটে যায় কিছু চুমুর দৌলতে...
চুমু দিয়ে ভাসতে চাই প্রেমের জোয়ার স্রোতে।