লাঠি - একদল মানুষের কাছে অস্ত্র,
একদল মানুষের সম্বল। আবার
এই লাঠির আঘাতে সিধে হয়ে যায়,
সমাজের কিছু রোগ আর অম্বল। যে
জন বোঝে লাঠির মর্ম, যায়না আর
নিতে স্বাদ। একবারে যদি নাই তৃপ্তি
আসে, শুধরাবে না সে রোগের বিষাদ।
বাচ্চা থেকে বুড়ো, ছেলে ছোকরার যত
দল - সবার রোগের মরম ঔষধ
জেনো এ লাঠির বল। বুড়ো বয়সের
সাহারা হয়, ছোটদের শিক্ষা দেওয়া
যায় ও তাতে, লাঠি তো চরম অবস্থায়
ধরে রাখে জীবনের সাথে। সময়ের
সাথে সব চলে যাবে, থেকে যাবে লাঠি॥