খেলা মানেই মিলনক্ষেত্র - সব কিছু
মিলে মিশে যায় - মিলে যায় মনে মনে,
মিল হয়ে যায় ভাইয়ে ভাইয়ে, মিল
হয়ে যায় রাজ্য ভাষা জাতি ধর্ম ভুলে।
এক হয়ে যায় লক্ষ্য সবার, খেলছে
যারা মাঠের মাঝে - গোলটা তারা এক
করে নেয়, যুদ্ধ জেতার তাগিদ রেখে।
শত্রুপক্ষের চোখে রেখে চোখ লড়বে
তারা যুদ্ধের মত - যুদ্ধাং দেহি মন্ত্র টা,
গোলন্দাজের একটা গোল, সম্মানের
নজির ছিনিয়ে আনে - যেথায় গোলাম
তকমাটা যায় ঘুচে যায় চিরতরে।
যুদ্ধক্ষেত্র মানে স্বজন বিয়োগ আর
খেলার মাঠেই সবকিছুর মিলন।