বরুণ বিশ্বাস
একটা নাম: আমি কি ভুল শুনলাম?
বরুণ দা বলেই তো ডাকলো সে মেয়ে,
যাকে ছিঁড়ে ছিঁড়ে শেষ করে দিল, পোষা
কুকুর যেমন মাংস ছিঁড়ে খায়, ঠিক
সেইভাবে, কয়েকটা সমাজের কুত্তা!
না, এটাতে কুকুরের জাত অপমান
বোধ করবে, আর অপমানিত হবে
সেই পবিত্র নাম, যেটা সেই মেয়েটি
চিৎকার করে ডাকলো। লাখ লাখ বাবাই দা
সুজয় দা কে ছাপিয়ে গিয়ে, ভালবাসা,
থুড়ি, রক্তের টানের মত ভালবাসা,
বরুণ দা। অপরিচিতা একটা মে'র
জন্য গুলি খেয়ে নিল। প্রাণ দিল ওই
সমাজের কীটদের কাছে, আজকের দিনে।