রবি ঠাকুর
বহুদিন থেকে গুরু ভাবছি লিখবো
বটে, তোমায় নিয়ে কবিতাখানি কিছু
শব্দ জুড়ে; কিন্তু মাথায় আসেনা কোনো
ভাষা আর ছন্দ-শব্দ। তাও এক-দুটো
শব্দ ভেবে লিখছি তোমায় নিয়ে, দেখো।
আসলে তোমার লেখা, ভাল্লাগেনা খুব
একটা, তবুও সিলেবাসে ছিল। তাই
পড়তে হয়েছে। কিন্তু আজকাল আর
পড়িনা মোটে। কষ্ট পেওনা যেন। কে বা
পড়লো, কে পড়লো না, তাতে কী বা আসে
যায় তোমার! তুমি লিখে গেছো যা কিছু
তা সময়োপযোগী ছিল। তোমার লেখা
পড়ে কত মানুষ আবেগপ্লুত। আর
আমি তাদের ভেবেই লিখি যায় এত।