মদন মিত্র
ঠিক ভুল জানিনা ঠিকই– তবু লেখা
যায় তাঁকে নিয়ে দু-কলম। আমাদের
সবার প্রিয় তিনি, সবারই তো ক্রাশ,
মদন। শরীর জুড়ে বইছে শোণিত,
বলছে বাকি সব যাক বাদ। আমার
কাছে আমার প্রিয় মদন দা ই জিন্দা-
বাদ। রয়্যাল স্ট্যাগ চশমা আর সাথে
নীল বা হলুদ পাঞ্জাবী- কাড়ে সুন্দরী
বঙ্গ-রমণীদের মন। ক্রাশ খাওয়া
হোক বা মিম মেটেরিয়াল বলতেই
হয়: জিও মদন। জ্যোতি বাবু আদর্শ
যার, মমতাদি যার অনুপ্রেরণা, সে
যদি না সবার সেরা হয়, কে বা হবে
তেমন ধারার! মদন দা জিন্দাবাদ॥