জ্যোতি বসু


কমরেড তুমি সর্বজয়ী। জয় করা
বিরোধীদের মন। একদিন বিরোধী
যে ছিল, সেও করে অনুধাবন। তারা
স্মরণ করে জন্মদিনে, স্মরণ করে
মৃত্যুদিনেও। স্মরণ করে প্রতিদিন
প্রতিটা পদক্ষেপে। সে কমরেড হোক
বা অন্য কোনো রাজনৈতিক পন্থী, হোক
শিক্ষিত অশিক্ষিত নৈতিক অনৈতিক
যাই হোক। তেইশ টা বছর শাসন
চলেছে এই বাংলায়। ধন্য হয়েছে এ
জন্মভূমি। কত কিছু করেছো বাংলার
জন্য, ইয়ত্তা নেই তাতে। তবুও স্যার
গর্বের মাঝেও একটা থেকেই যায়
দুঃখের বিষয় - কম্প্যুটারে কর্মীক্ষয়!