মান্না দে
অমল, নিখিলেশ, সুজাতা, মইদুল
রুবি রায় আর ডিসুজা। ছয়জন যে
সঙ্গী ছিল কফি হাউজের আর জমে
যেত সন্ধ্যার আড্ডাটা। হৃদয়ে লিখেছে
নামগুলো চিরকাল, মুছে যায়নি তা
আজকেও। কাগজে লিখলে নাম, যেত
মুছে আজ, রাখতো না মনে কেউ তাই
মান্নাকেও। “এ ভাই জরা দেখ কে চলো”
“দোস্তি হাম নহি তোড়েঙ্গে”, যদিও “এই
কুলে আমি আর ওই কুলে তুমি” এতে
“আমি ধন্য হে, পাগল তোমার জন্য যে…”
“কে প্রথম কাছে এসেছি” আর বলেছি
“প্যায়ার হুয়া ইকরার হুয়া”, বুঝতে
পারেনি আজও– ভালোবাসি সে লাজও॥
— কলমে কান্তি