উৎপল দত্ত
পদধূলি ইংরাজি তে “লেগ ডাস্ট” যদি
হয়, লোটাস বলে চিনবো তাঁরে, তিনি
রাজা মহাশয়। ছন্দে ছন্দে মিল দিয়ে
বলতে দেখি তাঁর সভায়: “ঠিক ঠিক”
এ যে হিরক রাজার কথাই। ইংরেজি
তাঁর এতই শুদ্ধ, মিল নেই বাস্তব
আর সিনেমায়; এক কথায় যাবেই
চেনা উৎপল বাবুকে তায়। বাংলা ছবি,
বিনোদনের জুটি মেলা ভার। মগন
বাবু থেকে কত চরিত্রে দেখবো তাঁর
প্রতিভা। শেঠের রোলে ভাবায় যায়না
তাঁকে ছাড়া আর কারেও! এমন ভাবে
করবে কেইবা, করতে কেই পারেও?
সেলাম তোমায় রসিকতার ফ্যারাও॥
— কলমে কান্তি