সুভাষ

ভারতের দিকে চেয়ে দেখে খুঁজে যাই
শুধু তারে, বিশ্ববাসীও চিন্তিত যার
মৃত্যুরহস্য নিয়ে, রহস্য যার বেঁচে
থাকা নাকি অন্তর্ধান কিংবা গুমনামি–
তিনি সুভাষ বোস, যাকে নেতাজি বলে
সবাই জানি। সুভাষ কে শক্ত ভীষণ
বোঝা, ভয় পেয়ে ছেড়ে দেয় ইংরেজও
যুঝা। ছদ্মবেশে ঘোল খেয়ে যায় যত
বুদ্ধিমানের দল, চিন্তা তাঁর গভীর
এমনই, খুঁজে পাবে না তল। “তোমরা
আমাকে রক্ত দাও” মন্ত্রমুগ্ধ শ্লোগান
তাঁর। বিনিময়ে স্বাধীনতার পেয়েছি
অঙ্গীকার। দেশপ্রেম তাঁর অবিচার্য
সদা, তিনিই আসল স্বাধীনতা প্রদা॥

— কলমে কান্তি