সুকান্ত

মধুসূদন, গোপাল ভাঁড় হলো দুই
কাল অবধি। বর্ণি তবে কিশোর কবি
সুকান্ত, মোর প্রিয় যিনি। শ্রাবণ মাসে
ঊন্ত্রিশ দিনে, জন্ম নিলেন মাতৃক্রোড়ে।
বাইশ বছর করে পার পৃথিবীটা
গেলেন ছেড়ে। অল্প দিনে গেলেন চলি
কাব্যরস যদিও কম; লিখে গেছেন
বহু কথা, হয়নি তা পণ্ডশ্রম। তাই
লিখতে চেয়েও তার কথা, কমে হবে
নিশ্চিত জানি। তাকেই আমার কবিতা
গুণের গুরুদেব বলেই মানি। তাই
কোয়ারান্টিনের আজকের দিনে, প্রণি
তারে বারেবারে। অমিত্রাক্ষরে রে মোর
শত শত প্রণাম আর শ্রদ্ধা জ্ঞাপন॥

— কলমে কান্তি