গোপাল ভাঁড়

রাজার সভায় পাঁচটি রতন: ভাঁড়
আছে তাঁদের একজন। চিনবে তাঁরে
টাক টি দিয়ে, মাপলে ’পরে ভুড়ি নিয়ে…
রসিক নাগর তাঁর বুদ্ধি বিরাট; রে
দারুন বুদ্ধি করে বিভ্রাট। যুগান্তর
হলেও তাঁরে, কেউ তাঁরে ভুলতে নারে।

নামটি তাঁর গোপাল ওগো, না চিনলে
তাঁরে, তুমি বাঙালি না গো। কৃষ্ণচন্দ্রের
প্রিয়পাত্র, নামটি জপেন অহোরাত্র।

গোপালের নাই তুলনা, ভুলোনা তাঁরে
ভুলোনা। কে বলে কাল্পনিক? হোক তবে
নেই তাতে ধিক। বাংলার আপন লোক
“গোপাল তোমার জয় হোক!” এই বলে
বন্দি শেষে, অমিত্রাক্ষর চতুর্দশের॥

—কলমে কান্তি