ব্যস এটুকুই আমাদের সম্পর্ক। তারপর আর কিছু নেই।
তুমি তোমার মত সুখী আর আমি রয়ে যাই আমাতেই।
সকালে শুধু সুপ্রভাত আর শুভরাত্রি বলি রাতটুকু হলে।
সারাদিনের ক্লান্তি শেয়ার এটুকুতেই সীমাবদ্ধ বলে।
কী করেছি দিনে, কী বা করবো আমরা কথা শেষের পর!
জানার কোনো সুযোগই নেই আমাদের কাছে দিনভর।
ভালবাসি বলি না কেউ আর কখনো একে অপরকে...
সম্পর্কের বেড়াজাল আছে বাঁধা শুধু এইটুকু মোড়কে।
কত কথা জমা হয় দিন পেরিয়ে সপ্তাহ মাস আর বছরে!
সে কথা মনেই জমা থাকে... আসে না কাছে শেয়ারে।
বন্ধুত্ব? সেটুকু শুধু ভার্চুয়ালে বন্দী হয়ে রয়ে যায় এখন
আগেও হয়তো এই বন্ধু শব্দটা বন্দী ছিল ঠিক এমন।
সম্পর্ক শুরু থেকে সম্পর্কের রেশ যেখানে হয় শেষ...
নাটকের মঞ্চের থেকে আমরা থেকেও যেন নিরুদ্দেশ।
একটা টান কাজ করে, শুধু সামাজিক অবস্থান এর জন্য!
সম্পর্কের এই অবস্থায় শুধু এইটুকুই পেয়ে আমরা ধন্য।
ঠিক এইটুকুই আমাদের সম্পর্কের কথা! এখানেই শেষ।
এভাবেই টিকে যাব একসাথে! এই ভালো আছি বেশ।
ব্যস! আমাদের সম্পর্ক এইটুকুই! তারপর আর নেই।
বন্দী আমরা শুধু সুপ্রভাত আর শুভরাত্রি বলাতেই।