অদ্ভুত এক স্নিগ্ধতা চারিদিকে করেছে ভর...
বৃষ্টির আমেজে তে রাতের কোলকাতা শহর।
সময়ের সাথে সাথে আনন্দ উঠিয়েছে প্রাণ
প্রাণের শহর কোলকাতা গেয়ে উঠছে গান।
অনেক হয়েছে রাত। অনেকটা গভীর চারপাশ।
মধ্যরাত্রি পেরিয়ে শহর ফেলল শান্তির নিঃশ্বাস।
জন মানুষ শূন্য প্রায় ল্যাম্পপোস্টের ঠিক নিচে...
অঝর ধারায় ঝরে পড়ে বারি আনন্দে অক্লেশে।
দিনের যানজট, কোলাহল, দূষণ, ব্যস্ততা পেরিয়ে
এই শীতল পরিবেশে প্রকৃতি একটু নিল জিরিয়ে।
বৃষ্টির আমেজ। রাতের স্নিগ্ধতা। আর নিশাচর...
অদ্ভুত আবেশে পরিবেশ মজে যেতে চায় বরাবর।
অতঃপর... এই শান্ত শীতল আবহাওয়ার আমেজে...
ক্লেশহীন দেহ ভর করেছে আজ স্বস্তির মেজাজে!