ভালোবাসি বলে সখী পারি না ভুলে যেতে।
বন্ধু হয়ে থেকে যাই, যতবার চেয়েছি পেতে।
তোমায় করতে চাই আমি আমার নিজের,
তবু স্থান পাইনি প্রেমিকের আমি ও মনেতে।
যতবার বলি ভালোবাসি, তুমি শুধু হাসো।
জানতে চাই আমি, তুমি কি ভালোবাসো?
কেমন যেন সন্দিহানে ভুগি তোমার জন্য!
তোমায় আপন করে পেলে আমি হবো ধন্য।
তুমি শুধু আমার, আমারই শুধু তুমি হবে।
এ মনে ভালোবাসা নামে শুধুই তুমি রবে।
চেয়েও পাইনি জানি ভালোবাসা তোমার!
তবু আমি তোমারই, কারোর নই তো আর।
যদি ভালোবেসে থাকো, বলো "ভালোবাসি।"
তোমাকে ভালোবেসেই তো তোমার কাছে আসি।
তুমি আর আমি যদি করি ভালোবাসাবাসি
"তুমি আমার", বলবো। বলবো, "ভালোবাসি।"