বিয়োগ দেখে এসেছি, দেখে এসেছি ভাগ!
কমে গেছে যা ছিল আর বাড়িয়েছে রাগ।
সঙ্গে ছিল কয়েকটা কড়ি, বাকি গেছে লুট;
সঙ্গীরা দুর হয়েছে, আর আমি দলছুট।
একলা একা বাঁচতে হয় আজ, সেলেব বলে!
ফ্যান নামক একটা দল জুটেছে জি আসলে।
ঠিক এটাই আমার অস্বাভাবিকতা। আমি নই।
আসলেই যা ভাবছে লোকে, আদৌ হলো কই!
রটছে রটুক যা ইচ্ছে, তার একটুও নয় জানি।
যা রটে তার কিছুটা বটে, হবেনা আমি মানি।
অক্লান্ত পরিশ্রমের দামটা কেউ দেয়না আর,
শুধু পরিশ্রমের ফলটা নেবে- এটাই সংসার।
বাঁচাবাড়ার উল্টো পথে, চলছে মানুষ এখন!
উল্টে থাকা উল্টো রাজার প্রজা তারা যখন!
যোগ হওয়ার বদলেও বিয়োগ হচ্ছে তাতে...
একলা থাকা মানুষের ভাত জুটে না পাতে।
একলা থাকা হচ্ছে শুধু, সঙ্গী নেই আর...
বন্ধু শুধু নামেই আছে, কেউ নয় কার।
তাদের মুখে একটা কথা, রইছে নিরন্তর–
ভাঙ্গা জাহাজ শুধু বয়ে আসে ভাঙ্গা বন্দর।
ভাগ আর বিয়োগ শুধু চলে গণিতের খাতায়,
অঙ্কফল কমে জমা হচ্ছে পাতায় পাতায়...
বাড়ছে বিয়োগ দিনের দিন যত চাইছি যোগ!
কষ্ট পেলেও বাড়ছে সেই বিয়োগ হওয়া রোগ।