পেট ভরাও তিন বেলা খেয়ে অন্যের এঁটো:
সুযোগ পেলেই একেকজনের পা তুমি চেটো।
রাজার রাজ্যে রাজার কথায় সবাই তো চলে;
মুখে কুলুপ এঁটে সবাই, “পাছে লোকে কিছু বলে...”
নির্দ্বিধায় সেই বাচ্চার মত নিষ্পাপ কেউ নেই...
“রাজা তোর কাপড় কোথায়?”, বলবে বা কে-ই?
মেরুদণ্ড সব বেঁকে গেছে, কশেরুকার তরল শেষ!
হাতের মুষ্টি শীতল পুরো, মাথায় পাকা কেশ।
কলমের জোরালো আওয়াজ আজ শব্দ দূষণ ঘটায়;
মানুষের কথা ভেবে কলমও চুপ করেছে তাই।
বিস্ময়ে অভিভূত হই, বারবার দেখি এক...
বারেক বলেও কাজ হয়নি, তাই চুপ থাকায় ন্যাক।
লাঞ্ছনা, গঞ্জনা বর্ম ভেদে না: তির আজকে ভোঁতা!
বিদ্রোহ, বিপ্লব, রাজনীতি আদতে এসবেরই হোতা।