তোমার জন্য ভেবেছিলাম কয়েকটা কবিতা লিখবো।
সারারাত ভেবেছি। ভেবে ভেবে করে দিলাম ভোর।
তবু কবিতা এলো না তোমার পছন্দটা ঠিক যেমন–
কাটে না আমার গতানুগতিক লেগে থাকা ঘোর।
তুমি প্রেমিক; প্রেমের কবিতা ভালোবাসো খুব।
আমি বিদ্রোহী; বিদ্রোহ নিয়েই আমার যত হুব।
তুমি কলম উচিয়ে শুধু ভালবাসার কথা বলো...
আমার কলম বিদ্রোহী- বিদ্রোহে ভরা তার বুক।
তবু জোর করে বসেছিলাম প্রকৃতির কোলে...
প্রকৃতি থেকে নিংড়ে নিয়ে কিছু একটা লিখবোই।
নীল জল-আকাশী আকাশ-গাছপালা-বাঁশঝাড়...
আবার ভাবনা সেই ফিরে গেল- বিদ্রোহে একাকার।
হাল ছেড়ে দিলাম, আর লিখতে বসবো না ফ্যান্টাসি।
তোমার জন্য পারবো না লিখতে, যতই ভালোবাসি॥