তার প্রশ্ন বিঁধেছিল বেশ, আট্কেছিল এই বুকে...
"বিচ্ছেদের পর দুজনেই থাকতে পারবো খুব সুখে?"
শেষ হয়ে যাবে নাকি সব? কথা যত বলার ছিল...
নাকি এই মুহূর্তের পরে বাড়বে আরো কথার ঢল!
আলাদা হলে পাবো সময় নিজের উপর খরচ করার;
দায়বদ্ধতা থাকবে না আর তোর উপরে আমার...
বিচ্ছেদের পর নতুন করে আবার শুরু করবো দুজন।
বুকের মাঝে দুঃখ থাকলেও মুখে রবে হাসির চল।
শুরুর সময়টা মনে পড়ে বেশ শেষ দিনটা যখন আসে...
অল্প অল্প করে সব রোমন্থনে শুধুই ভাসে!
কথা দেওয়া, ভালোবাসা, কিংবা দিনের শেষে গল্প–
একে অপরের দিকে চেয়ে থাকার সময়ের অনুকল্প...
"ভালোবাসি" বলতে পারা সকল দ্বিধা কাটিয়ে উঠে...
সেই মুহূর্ত কি এই জীবনে আসবে ফিরে আবার? বল।
খাতায় কলমে দাগ পড়ে নি, প্রেমের চিহ্নও কিছু নেই।
স্মৃতিটুকু শুধু দুজনকে ঘিরে, বাকি সব– যা ছিল সেই।
শেষ হবে না কথা বলা, দিনের শেষে সেই রবে...
কথাগুলো সেই পড়বে মনে, দুজনের আবার কথা হবে।
বিচ্ছেদের পরে হয়তো বন্ধুত্বটা থেকেই যাবে...
কল ব্যাক টা ঠিকই হবে, যদি পাই মিস কল।
এই মুহূর্তের পরেও আবার ঠিকই থাকবে কথার চল।