শত সহস্র ছন্দ দিয়ে শব্দ বসিয়ে করবো টা কী?
যখন আমি বলতে নারি, "তোমায় আমি ভালোবাসি।"
ভালোবাসার কথা বলে ভুল আমি আর করবো না!
তোমার প্রেমে পাগল হওয়ার রাস্তা আমি ধরবো না।
স্বপ্ন বোনা তোমায় নিয়ে যেমনই হোক, বুনবো না...
প্রেমের কথা বলতে বলো যদি, তোমার কথা শুনবো না।
তোমায় যত ভালোবাসি, লিখছি তত কবিতায় আমি!
জানোই ভালো কবির কাছে তার কবিতা কতটা দামী।
ঠিক তেমনই মূল্য তোমার, হিসেব কষে দেখতে পারো...
একবার ভেবে দেখো, আমাকেও ভালোবাসতে পারো।
ভুল করেছি ভালোবেসে! বুঝলাম এ ভুল আজকে আমি।
ভুলের মাফ চাইতে গিয়ে তোমায় চেয়ে বসেছি জানি।
তোমায় চাওয়াও ভুল যে আমার, আবার ভুল করবো বলে...
প্রেমের তরে তোমার কাছে তাই তো আমি যাই গো চলে।
কল্পনাতে তোমায় দেখি। দেখি ছন্দ মাত্রা তাল লয়ে...
তবুও আমি ভালোবাসি, থাকতে চাই ভালোবাসা হয়ে।
দূরত্ব ভাবায় বেশি। ভাবতে থাকি কবিতা কত...
তবুও আসেনা কবিতার কথা, যতটা চেয়েছি তোমার মত।
তুমি আমার কবিতার ছন্দ। তুমি আমার ভালোবাসা...
তোমায় ভালোবেসে আমি হারিয়েছি ভালোবাসার ভাষা।