অবহেলা করছো শুধু, খাচ্ছ তুমি ভাও...
খাওয়ার যখন এতই ইচ্ছে, বিরিয়ানি খাও।
মানছি,
আমার মাথা খেতে লাগে হেব্বি ভালো...
তবু জেনো জরুরি কিন্তু ভাত আর ডালও।
খাচ্ছ খাও, আমার মাথা, আর মনেক ভাও!
এসব ছাড়া আর কি কিছু খেতে তুমি চাও?
চাইলে তবে বলে দিও, আনিয়ে নেবো ক্ষণ...
শুধু আদর করে আমায় তুমি দিয়ে যেও মন।
যত্ন করে রাখবো সে মন, বাসবো ভালো খুব।
তুমি না হয় আমার ভেজার খেয়ে নিও স্যুপ।
বিরিয়ানি, মোমো, পেটিস, ফিস ফ্রাই আর কচুরি।
চিকেন চাওমিন চিলি ফিস, ফ্রাইড রাইস জরুরি।
এসব ছেড়ে খাচ্ছ মাথা, আর গুচ্ছেক ভাও!
এসব ছাড়া আর কি কিছু খেতে তুমি চাও?