ভাষা শেখা বড্ড কঠিন, বানান ভুলে তরজা ফেরে...
নিজের ভাষা হোক না মিঠে, অন্যের ভাষায় স্বাদ বেড়ে।
নিজের বাসা শূন্য যে প্রায়, ভাষায় বলা সত্যি যে দায়!
তবুও বাসা ভরতে এগোই, ভালোবাসা আর প্রেমের ঘেরে।
ভাষা শেখা বড্ড কঠিন, বানান ভুলে তরজা ফেরে...
ভালবাসা-অভালবাসায় ভাইবাসা হারিয়ে যায়,
বন্ধুবাসা, আদরবাসা, স্নেহবাসার জমজমাটি তাই।
টাকাবাসা, টাকের বাসা, ভুঁড়িবাসা চাই সবাই...
ভাড়াবাসা বেশি ভালো। বাপের ভিটেয় সে ব্যাপার নাই।
দলীয় ভাষায়, দলের বাসা, ঘাসের থেকে খেজুর গাছ!
পান্তাভাত আর নুনের বাসায়, গরমিল করে ইলিশ মাছ।
নিজের ভাষা বড্ড কঠিন, চলনসইটা বদলে যায়।
ভাষা শেখা দায় হয়েছে, মায়ের ভাষা ভুলছি তাই।
মধু কবির ভুল ভেঙেছে, মায়ের ভাষা ঠিক চিনেছে;
ফেবুর কবি সেই পথে কি নতুন করে হাঁটতে চেয়েছে?
পথ হারিয়ে বিপথে যায়, সঠিক শিখে কী হবে ভাই?
যেমন চলছে চলুক তেমন, আমার তাতে কী এসে যায়!
আমি তো এক ভবঘুরে, উড়ে বেড়াই এদিক ওদিক...
নিজের বাসা ছেড়ে দিয়ে অন্য বাসায় নি পিনিক।
আপনভোলা আপনবাসায় ভাষাবাসার সন্ধানে রয়...
ভালবাসা-অভালবাসায় নিজের ভাষা পাই কই?