তোমার কোলে রাখবো আমার মাথা,
তোমার উষ্ণ ছোঁয়া আমার গালে...
তোমার ঠোঁটের মিষ্টি ফু এর হাওয়ায়,
দম পেয়েছে আমার প্রেমে পালে।
কঠিন ধাঁধা ভাজছি এখন শুধু,
তোমার কথার বেড়াজালের মায়ায়...
ইচ্ছে করে শান্তি খুঁজে নেবো,
তোমার ঐ শাড়ির আঁচল ছায়ায়।
চোখের কাজল লুপ্তপ্রায় ভোর রাতে,
ক্লান্ত আমার শরীর এলিয়ে গায়ে...
লুকিয়ে রাখা ভালোবাসার ছোঁয়ায়,
থাকবো সাথে ভালো থাকার দায়ে।
এমন যদি প্রেমের ইচ্ছে থাকে...
তোমার থেকে দূরে সরাবে আমায়?
আমি তো শুধু এই একটু করেই
তোমাকে অনেক ভালোবাসতে চাই।