যতবার তারে দেখি, ততবার মনে হয় বলি...
ভালবাসি হে প্রিয়ে, তোমারে ভালবাসি।
আমি বারেবার, শুধু প্রেমে পড়ি তার,
কারণ জিঘাও যদি, বলি, তার অম্লান হাসি।
যতবার দেখি ঠোঁটে জড়ানো মৃদু হাসি
মনে হয় বলি তারে ভালবাসি - ভালবাসি।
কপালে ছোট্ট টিপ, আর পরিপাটি চুল
সুন্দর থেকে সুন্দরতম করেছে সে রূপ
তার শাড়ীর আঁচলে বাঁধা পড়িলে নেই ভুল,
মজেছি তাতে যেমন মজায় সুগন্ধি ধূপ।
যদি তার প্রেম হয় আমার জন্য অন্ধকূপ...
রাজি আমি মরে যেতে, দিয়ে তাতে ডুব।
শ্যামলা গড়নে যেন মিষ্টি দেবী প্রতিমা!
আলোর ছটা দেয় সারা কান্তি জুড়ে...
সূর্যের আলোর মত ছাপিয়ে দেয় জগৎ,
ফুলের সুবাসের মত সে ফুরফুরে।
উজ্জ্বলতা শোভায় তার রূপে রাশি রাশি
বারেবার মনে হয় বলি ভালবাসি - ভালবাসি।
লুকিয়ে লুকিয়ে দেখি তারে বারবার!
সম্মুখে গিয়েও আমি ফিরে চলে আসি।
যতবার মনে হয় ভুলে যাই তার স্মৃতি;
ততবার মন বলে, ভালবাসি - ভালবাসি॥