ভালোবাসা শব্দটা একটু অন্যরকম।
হেমন্তে শিশিরে ভেজা ঘাসের মতন।
শীতে যেমন কাঁপুনির আবির্ভাব,
গরমে ঘামের গন্ধের বিস্তারিত প্রভাব,
ঠিক তেমনই যেন ভালোবাসা
অপ্রত্যাশিতভাবে প্রত্যাশা।
বর্ষায় ঝরঝর বৃষ্টির সাথে আলাপে,
প্রেমিকার জন্যে আনা লাল গোলাপে,
ভালোবাসা মাখানো আবেগটা থাকে;
মাতৃক্রোড়ে সদ্যোজাতের হাসিতে,
অভুক্ত পেট ভরার আনন্দে,
ঠিক তেমনই ভালোবাসা খুঁজে পাবে।
পুরোনো বন্ধুর চিঠিতে, স্কুলে পুজোর ছুটিতে,
হারানো বিকেলের খেলার মাঠে,
কাজের চাপের হালকা ব্রেকে খুঁজে নিও একটু;
বৃদ্ধাশ্রমের বুড়োবুড়ি, রাস্তার ফুলকুড়ি,
ভালোবাসার মানে বোঝাতে তারাই পটু।
আদলে শব্দটা শিশুসুলভ, শিশুর হাসির মত।
গুনতে গিয়ে নেই লাভ, কাঙাল মানুষ কত!
ভালোবাসা লাগবে সবার, ভালোবাসবে কত?
— কলমে কান্তি