বাংলার গর্বে গর্বিত;
বাঙালী হয়ে বাঁচা;
বাঁকুড়া আমার বাসা;
বাঁকড়ি―ভালোবাসা।
পাঁচমুড়ার টেরাকোটা,
বিষ্ণুপুরের মন্দির।
বাঁকড়ি বলে পরিচয়
কত ইতিহাসের বন্দী-র।
গোবিন্দপ্রসাদের জন্ম যেথায়,
যেথায় যামিনী রায়ের প্রকাশ,
পার্বতী বন্দনায় কবি জগদ্রাম
আর কত গুনীদের হেথায় বাস।
শুশুনিয়ার শিলালিপি,
বৃষ্টি সোঁদা রাঙামাটি―
মনের দিকে মাটির মানুষ,
নইকো সোনার পাথর বাটি।
বুকে বাঁকুড়ার গর্ব,
মুখে বাঁকড়ি ভাষা।
বাঁকুড়া আমার বাসা,
বাঁকড়ি―ভালোবাসা॥
– কলমে কান্তি