বদলে গেছে সব আজকাল, ট্রেন্ড থেকে ট্যাবু...
প্রেমলীলা চলছে দেখো ম্যাট্রিমনি থেকে ফেবু।

দিনকাল সব খাচ্ছে ঘোল, বেলের শরবতে...
পাহাড় বলে জানছে লোকে হিমালয় পর্বতে।

লেবুর জুসে চিনি মেশানো, বেকায়দায় হাতি;
রঙিন চশমায় চোখ রেখে মশায় মারছে লাথি।

কল্পনাতে সিগারেট; ধোঁয়া বাড়ায় বুদ্ধির জোর।
মিনি বেড়াল রুমাল হবে, কলম চলে রাতভর।

চালাকির সীমা ছাড়ে, সেয়ানা হয়ে যায় গাধা!
আমি আজও পড়ে আছি, কেমন মায়ায় বাঁধা।

ভালো খারাপ ভোলবদল, কাঁঠাল পাতা আমগাছে;
বদল দেখে বদলে গেছি, মানে বদলেছে আমার কাছে।

এই রোদ, এই মেঘলা, প্রকৃতির খেলায় আমরা গুঠি!
যেমন চলছে চলুক, আমরা তাতেই মজা লুটি।