জীবন যেন ছন্দপতনের জন্য তৈরি।
একটা একটা করে ছন্দ যত বাঁধি,
ততই ভেঙ্গে যায় তাল -লয় আর মাত্রা।
জীবনের সাথে জীবনের হয়েছে বৈরী।
জীবনের মাধুর্য দিয়ে যতই পদ রাঁধি,
শেষ হয়ে যায় অল্প সময়ের যাত্রায়।
মনটা যেন হঠাৎ করেই খারাপ হয়;
কারণ ছাড়া উদাস হয়েই থাকতে চায় সে।
মনের কাছে পাইনা আমি তাই সদবার্তা।
একটু যদি বেকার হয়েই আমি রই,
সমাজ করে প্রশ্ন, যার তীব্রতার নাই শেষ:
আত্মতৃপ্তির ব্যাখ্যা দিয়ে যদি বোঝাতে পারতাম!
মনের ব্যথা বুঝতে চায়না কেউ,
শুধু নিজের সাথে তুলনা করেই বাঁচে।
এ সমাজ আর তৃপ্তি নিয়ে ভাবে না!
বাঁচার মূল্য মাপে শুধু সাফল্যের ধাঁচে!