নারী চরিত্র জটিল ভীষণ- বোঝা বড়ো দায়!
স্ত্রী কে বোঝা যেমন কঠিন, তেমনই কঠিন মায়।
আইন কানুন মানেনা কিছু, নিজের মত চলে।
সমস্যা যা হোক জীবন নিয়ে, মিটে মায়ের কোলে।
চলন বলন বাজে খুব- দুচোখে গেলে নারী!
নজর ঠিক নিচু হয়, যখন সম্পর্কটা নাড়ির।
কথা উপর কথা বললে, অবাধ্যতার তকমা-
কথা শুনে চুপ রইলেও বকুনি দেয় সেই মা।
আবেগ যত জমা আছে সেই মায়ের কোলেই,
অসুখ বিসুখ যাই-ই হোক, জানে মা বলেই।
মায়ের সাথেই বন্ধুর মত মেশা যায় আসলেই;
মাকে ছাড়া এ জীবন বলো কেমন করে চলে!
সারাদিনের খাটুনি নিয়েও খেটে যায় মা-ই!
এমনধারা এই সমাজে নাই কেউ না-ই।
খাবার শেষ... কিন্তু সন্তানেরা নেই অভুক্ত-
তাতেই মায়ের পেট ভরে যায়, খিদে অবলুপ্ত।
মায়ের ভালোবাসার কাছে হার মেনে যায় সব-
আমার জীবনে নারী মানে ওই নাড়ির টানই সব।
কিন্তু পথের ধারে শিশু যারা, যারা মাতৃহারা...
মা থাকলে কঠিন নয় কি তাদের বুঝতে পারা?
আবার মা-ই পারেন ঠিক মত তাদের কথা বোঝাতে।
মা ছাড়া মাতৃহীনে, কেউ পারেনা ভালোভাবে সাজাতে!