নিশ্চিন্ত থাকো।
আমার সাথে ধাক্কা লেগে, তোমার বই পড়বে না।
অ্যাস্থেটিক এমন প্রেম আমাদের তো ঘটবে না।
রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবো তোমার অপেক্ষাতে।
চোখের ওপর চোখ পড়ে মনের কথা হবে না।
অ্যাস্থেটিক এমন প্রেম আমাদের তো ঘটবে না।
ঠোঁটের কোণায় মুচকি হাসি, আমার জন্য আসবে না।
আমার নামে লজ্জা পেয়ে গালগুলো লাল তো হবে না।
যতই পড়ুক একদৃষ্টে তোমার উপর আমার চোখ,
আমার প্রতি তোমার ঝোঁক কোনোদিনই বাড়বে না।
জানি তুমি কোনোদিনও আমার প্রেমে পড়বে না।
অ্যাস্থেটিক এমন প্রেম আমাদের তো ঘটবে না।
শ্যাম্পু করা চুলের গোছা আমার মুখে উড়ে আসবে না।
তোমার কোলে মাথা রেখে স্বপ্ন দেখাও তো হবে না।
রুক্ষ ঠোঁটে পড়বে না ঠোঁট, নিশ্বাসে নাম ধরবে না।
আমার মত নীরসটাকে, তুমি প্রেমিক বানাতে পারবে না।
জানি তুমি কোনোদিনও আমার প্রেমে পড়বে না।
অ্যাস্থেটিক এমন প্রেম আমাদের তো ঘটবে না।
কাব্যি করে মনের কথা আমার জন্য আসবে না।
গানের সুরে প্রেম নিবেদন আমাদের তো হবে না।
গঙ্গার শীতল হাওয়ায় মোড়া, চায়ের চুমুকে ভালোবাসা,
এমন কিছু অ্যাস্থেটিক প্রেম তোমার মনে ধরবে না।
পাগল প্রেমিক, কবিতা লিখেও মন গলাতে পারবে না।
জানি তুমি কোনোদিনও আমার প্রেমে তো পড়বে না।
কবিতা তোমার পছন্দ হবে, আমার পছন্দ হবে না।
আমাদের অ্যাস্থেটিক প্রেম হওয়ার নয়, হবেও না।
যতই করি চেষ্টা তবু, এমনটা তো আর ঘটবে না।
তোমার আমার প্রেমটা আজ প্রেমগাঁথা হয়েও হবে না।
অ্যাস্থেটিক এমন প্রেম আমাদের তো ঘটবে না।