চিঠিখানি,
লিখবো বলে রেখেছিলাম…
কাগজ, কলম সবই ছিল তৈরি;
কিন্তু হয়ে উঠলো না আর…
তোমায় নিয়ে যত আশা
ভালোবাসার প্রতিটা ছন্দে
ভরিয়ে দেবো পত্রখানি…
মনটা নেবো চুরি করে
ভালোবাসায় ভরিয়ে
প্রেমের হাতছানি।
আশ তো অনেক আছে
তোমায় নিয়ে ভাবছি,
ভাবছি আমি সারাক্ষণ…
মিটবে কবে আশের তৃষা
তোমার আমার ভালোবাসায়
তারই করছি অন্বেষণ।
জাগরণে কাটে রাত
কেটে যায় ভাবনায় দিন
মিলন হবে কবে তোমার আমার
প্রতীক্ষার প্রহরের ঋণ।
তবু বলে যাই বারেবারে
ভালবাসি তোমারে
পাশে থাকব আমি সদা
ভালোবেসে তোমারে…
ইচ্ছেগুলো হানা দেয়
বুকের মাঝে চিরকাল
তবু পাওয়া যায় না খোঁজ
খুঁজে মরি অবিরাম।
এভাবেই খুঁজতে চাই
তোমায় আমি
খুঁজব আমি বরাবর
সন্ধানের অবসানে হয়তো
মিটবে ক্লান্তি বড়জোর…
হাঁটতে চাই তোমার পাশে
অফুরন্ত রাস্তার মাঝে
পড়ন্ত বিকেলে আর
হালকা জ্যোৎস্নার সাঁঝে।
ভাবনাগুলো ভাগ করে নেবো
ইচ্ছেপুরণ ও হবে দুজনের
প্রেম হবে অকাট্য ব্যারিকেড
দুঃখের আস্ফালনের।
জলের মতো স্বচ্ছতা রবে
সম্পর্কের প্রতিটা ছন্দে
ঝাঁপসা আলোয় কাটবে আঁধার
দ্বন্দ হবে দ্বন্দ্বে…
কিন্তু তন্দ্রাছুটে,
বুঝি,
তুমি হয়তো বুঝবে না
এ মনের বাসনা
হয়তো ভালবাসবে না
আর…
আর…
ভালোবাসার তাড়নায়
হয়তো তুমি মজবে না;
বিফল মনোরথ হয়ে
উদাসীন চিত্তের অভিপ্রায়ে
আমার অসমাপ্ত পত্রখানি
সম্পূর্ণতা পাবে না…
হয়তো কবিতার ছন্দেও
তার প্রকাশ হবে না…!
কিন্তু কাটিয়ে সকল ভ্রান্তি
কলমের খোঁচায় রাখবো জাগিয়ে
তোমার আমার ভালোবাসার কথা
ইতি কলমে কান্তি॥
---- কলমে কান্তি