একদিন হবে বিয়ে। হয়তো তোমার সাথে।
তুমি যা সুন্দরী, কী যে বলবো মাইরি।
আগুন লেগে যায় বুকে। তোমাতে সঁপি প্রাণ।
তুমি ছাড়া এ অগ্নিকাণ্ডের কে বা করিবে ত্রাণ।

একটা প্রেমে ব্যর্থ হয়েছ। আমিও হয়েছি জানো।
তাই বলে কি করবো না প্রেম? কী যে তুমি বলো...
জুতোর দোকানে কিনতে জুতো দাম দিয়েও ঠকি;
এ তো সারা জীবনের পরীক্ষা– একবারে কেমনে শিখি?

বারংবার ঠকে প্রেমে, সঠিক প্রেমটা নেবো চিনে,
ভালোবাসার মানুষ হ’য়ে রইবে যে আমার সঙ্গে,
তারই সঙ্গে জীবন বিতাবো, রইব না তারে বিনে।

হতে পারে সে তুমি না হলে, হতে পারে সে অন্য কেউ।
যার সাথে প্রেমের ফলে উঠবে বুকে জোয়ারের ঢেউ।

একটিবার ঠকেছ বলে তুমি যদি প্রেম না করো...
কেমন করে আসল প্রেমটা হুট করেই চিনতে পারো?
ভাঙবে, আবার গড়বে ক্ষণেই, মনটা আমাদের এমনই।
প্রেমের তরে জীবন বিলাও, অন্য সব বাহানা ছাড়ো।

ভালো যদি বাসো সখী, মুখটি ফুটে দাও বলে।
উচিত কি অনুচিত ছিল, ওসব কথা যাও ভুলে।
হতে পারে,এবারও তুমি প্রেমে সফল নাই বা হলে,
প্রেমটা কি করবে না, আরেকটিবার তাই বলে?

একটা কথা বলছি তোমায়, মনটা খুলে নাই শুনে-
তোমার রূপে নয়কো পাগল: অভিভূত তোমার গুণেই।
সেই মত জানাই সখী, বারংবার ঠকলে পরেও...
আরেকটিবার প্রেমে পড়ো আমার কথাটি শুনে।