আজ আমি অনুভূতিহীন মানুষ।
নিতান্ত নিরস, আবেগহীন এক প্রাণী।
কারো প্রতি দরদ যেটুকু, সেটা তাৎক্ষণিক।
এর বেশি আমি না কবি না প্রেমিক।
হঠাৎ হঠাৎ করেই বিদ্যুতের গতির মত
কিছু অনুভূতির কাব্যিক প্রকাশ আসে।
সেই প্রকাশের ফলে কিছু লিখি।
আর তার পরেই...
আমি হারিয়ে যাই অন্য জগতে,
যেমন তড়িৎ ঝলকের মধ্যে তার গর্জন।
সমস্ত অনুভূতি বৃষ্টির জলের মত
একেবারে বরষে বেরিয়ে যায়
আর তারপরের শীতল শান্তি
মন জুড়িয়ে দেয়।
আর পুনরায় আমি অনুভূতিহীন হয়ে পড়ি।