সদ্যজাত শিশুর কাছে অঙ্গীকার আছে।
তার বাসযোগ্য এ ধরা হবে নিশ্চিত!
ততদিন পুড়বে সব হালকা মতন আঁচে...
আগুন তাপে সুনির্মল হবে ধরিত্রী।
কত স্বপ্ন বুকের ভেতর করবে জমা তারা...
নবজাতক হয়ে নতুন জন্ম যাদের এ ভূমে!
ভৌম সুখের অলীক নয়, আসল ধারায়
জাগছে চোখ, বুজছে না আর তন্দ্রা-ঘুমে।
আজকে কিন্তু অনেকগুলো দিন পার...
সেই সুকান্তের কবিতায় করেছি অঙ্গীকার
অস্ত্র ধরেছি আমরা রাখতে কথা তার...
হারবো না। ফিরব না আর। দুর্বল হয়ে বারবার।
রক্ত সিক্ত নয়ন জুড়ে বিনিদ্রিত রাত...
হৃদস্পন্দনের নাতিদীর্ঘ, শ্বাস প্রায় শেষ!
আঘাতের উপর কথার ধারে তীব্র প্রতিঘাত!
বলো হবে কি সদ্যজাত-র বাসযোগ্য এ দেশ?
সদ্যজাত শিশুর কাছে অঙ্গীকার করা আছে।
তার বাসযোগ্য এ ধরা হবে জেনো নিশ্চিত!
ততদিন পুড়বে সব হালকা মতন আঁচে...
আগুন তাপে দীপ্ত সুনির্মল হবে এ ধরিত্রী।