আমরা মুষ্টিবদ্ধ হাত।
আঙ্গুলের ফাঁকে আঙ্গুল জুড়ে
শক্তি করেছি সঞ্চয়।
শত্রুরে করিনা ভয়।
তালুবন্দী আছে জয় নিশান।
সঙ্গে আছে বিজয়মালা।
আমরা মুষ্টিবদ্ধ হাত।
আমাদের সাথে লড়তে এলে
হবে হবেই কুপোকাত।
আমরা মানিনা জাতপাত।
মানিনা দিন রাত।
আমরা যুদ্ধে রত
প্রতিনিয়ত,
তবুও ক্লান্তি করে না আলোকপাত।
আমরা মুষ্টিবদ্ধ হাত।
ভাঙতে পারবে না কেউ আমাদের,
আমরা একসঙ্গে রয়ে যাবো।
একে অপরের সাথে মিলেমিশে
আমরা সব আঘাত ভাগ করে নেবো,
যেমন ভাগ করে নি আনন্দ সব।
আমরা মুষ্টিবদ্ধ হাত।
অতুলনীয় সব শক্তির কাছে
জোটবদ্ধ ব্যারিকেড।
এ ব্যারিকেড ভাঙ্গা শক্ত।
শত শত ঢাল যেমন আটকে দেয়
যুদ্ধে শত্রুপক্ষকে,
তেমনই আটকে দেবো,
এই সম্প্রীতির উপর বিদ্রোহ।
আমরা মুষ্টিবদ্ধ হাত।
সয়ে নি যত আঘাত,
ঠিক ততটাই আঘাত হানতে পারি একসঙ্গে।
জোট বেঁধে হারিয়ে দি সব বাধা বিপত্তি।
এটাই আমাদের সম্পদ।
এই আমাদের শক্তি।
আমরা মুষ্টিবদ্ধ হাত।
দিন পেরিয়ে রাত,
পেরিয়ে সকল বাদ-বিবাদ,
জয় নিশান, জয়মাল্য দিয়ে,
শেখায় সাফল্যতার স্বাদ।
আমরা মুষ্টিবদ্ধ হাত।